Site icon Jamuna Television

সাভারে বন্ধ গ্যাস সরবরাহ

গ্যাস না থাকায় বন্ধ রান্নার বিকল্প উপায় খুঁজতে হচ্ছে সাভারের বাসিন্দাদের।

সাভারে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন এই এলাকার সাধারণ মানুষ। ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে অনেকেই রান্না বান্না বন্ধ রেখেছেন, কেউ আবার বিকল্প ব্যবস্থায় চলাচ্ছে রান্নার কাজ। ঈদের পর দিনই এমন সমস্যার কারণে ভোগান্তি বেড়েছে বেশি।

যদিও এর আগেই ঈদের দিন (৩ মার্চ) রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছিল তিতাস। মূল লাইনে সংস্কার কাজ চলার কারণে সাভার ও তার আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলে জানানো হয়।

এসজেড/

Exit mobile version