Site icon Jamuna Television

চাচাতো ভাইয়ের কোচের আঘাতে খুলনায় একজন খুন

সংগৃহীত ছবি।

খুলনা ব্যুরো:

খুলনার তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের মাছ ধরার কোচের আঘাতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম বাবুল শেখ। এ ঘটনায় পুলিশ হামলাকারী মুকুল শেখ ও তার শ্যালক বায়েজিদকে আটক করেছে।

তেরখাদা থানার ওসি জহুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মুকুল শেখের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল বাবুল শেখের। বুধবার (৪ মে) সকালে সাড়ে ১১ টার দিকে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মুকুল কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে সেটি মাথায় বিঁধে যায়। আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান বাবুল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এডব্লিউ

Exit mobile version