Site icon Jamuna Television

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চীনে গণপরিবহন বন্ধ

চীনে করোনার প্রকোপ আবারও বৃদ্ধি পাওয়ায় এক মাসেরও বেশি সময় ধরে কঠোর লকডাউন চলার পর বেইজিংয়ে ডজনখানেক মেট্রো, বাস রুট ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে দেশটি।

বুধবার (৪ মে) কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে অভিযানে মেট্রো ও বাস বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে, মঙ্গলবার আরেকটি শহর ঝেংঝোতে আগামী ১ সপ্তাহের জন্য বাড়ি থেকে কাজ এবং অন্যান্য কোভিড নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল দেশটির প্রশাসন।

পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাজধানী বেইজিংয়ের ৪০টি সাব স্টেশন ও ১৫৮টি বাস রুট বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে বেশিরভাগ স্থগিত স্টেশন এবং রুটগুলো বেইজিংয়ের করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চাওয়াং জেলায়।

এ ছাড়া শহরটিতে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত স্কুল, কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এবং আবাসিক ভবনও বন্ধ করে দেয়া হয়েছে। চলমান করোনা চীনে আন্তজার্তিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগেও খারাপ প্রভাব ফেলেছে যা চীনের প্রবৃদ্ধিকে আরও ক্ষতিগ্রস্ত করছে।

এটিএম/

Exit mobile version