Site icon Jamuna Television

বজ্রপাতে নিহত বড় ভাইয়ের লাশ দেখে মারা গেলেন ছোটভাইও

দুই ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সংগৃহীত ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে বজ্রপাতে নিহত বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের (২৬) মরদেহ দেখে স্ট্রোক করে ছোট ভাই মো. সোহেলের (২৪) মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৪ মে) সকালে উপজেলার উত্তর কাচিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোজাম্মেল জানান, বুধবার সকাল পৌনে ৯টায় দিকে রুবেল ও সোহেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া জায়নি। তবে তাদের শরীরে কোনো দৃশ্যমান আলামত নেই। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, বড়ভাই রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় তার মরদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর ছোট ভাইকে হাসপাতলে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়েছে বলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version