Site icon Jamuna Television

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় কেশব ও সাইমন

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কেশব মহারাজ ও সাইমন হার্মার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে উজ্জ্বল পারফরমেন্স ছিল এই ক্যারিবীয়দের।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৩টি উইকেট দখল করেন সাইমন, আর কেশব মহারাজ নেন ১৬ উইকেট। এছাড়া দ্বিতীয় টেস্টে ব্যাট হাতেও রাখেন অবদান, খেলেন ৯৫ বলে ৮৪ রানের একটি দায়িত্বশীল ইনিংস।

এ তালিকায় আরও জায়গা পেয়েছেন ওমান জাতীয় দলের ওপেনার জাতিন্দার সিং। আর নারী বিভাগে তালিকায় আছেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো আলিশা হিলি। তার সঙ্গে আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার ও উগান্ডার জ্যানেট এমবাবাজি।

/এডব্লিউ

Exit mobile version