Site icon Jamuna Television

কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

কুমিল্লা ব্যুরো

কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া থেকে তাদের আটক করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহাসড়কের কালাকচুয়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায় হাইওয়ে পুলিশ। এসময় ড্রাইভারের সিটের নিচ থেকে দুটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ দুটি তল্লাশী করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য এক কোটি টাকা বলে পুলিশ জানায়।

এ সময় বাসের চালক ও দুই হেলপারকে আটক করা হয়। আটককৃতরা হল, চট্টগ্রাম জেলার মিরসরাই এলাকার নাছির উদ্দিন, ভোলার ফুলপাইজা এলাকার আলাউদ্দিন মিয়া ও ফিরোজপুরের মটবাড়িয়া এলাকার বাবু। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version