Site icon Jamuna Television

পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির (১৮) ও নতুন ইসলাম (১৮) নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (৪ মে) বিকেলে জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মডেলহাট পুকুরিডাঙা পাকা সড়কের বালুঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন, তারেক বিল্লালের ছেলে শিশির ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। তারা তিনজনই ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেলে করে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ৷ পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কমিশনারের মৃত্যু

/এম ই

Exit mobile version