Site icon Jamuna Television

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আরও ৩

বিবিসির ছবি।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের মধ্যে রয়েছে সংঘর্ষের সূত্রপাতকারী দোকান কর্মচারী বাপ্পীও।

র‍্যাব জানায়, ৩ জনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। এর আগে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়, আহত হন দুপক্ষের লোকজন ও সাংবাদিকসহ অর্ধশতাধিক। এ ঘটনায় এখন পর্যন্ত ৪টি মামলা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version