Site icon Jamuna Television

১১ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

আগামী ৯ মে ভারতের আন্দামানে লঘুচাপ হবে, ১১ মে নিম্নচাপের পরে ঘূর্ণিঝড় ‘অশনি’ আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি সাতক্ষীরার দিকে আঘাত হানতে পারে।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, আবহাওয়া দফতরসহ নানা দফতরর নিয়ে সভা করে তিনি জানতে পেরেছেন, নিম্নচাপ হওয়ার পর জানা যাবে কবে আঘাত হানবে অশনি। ঝড় ঘিরে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে বলেও জানান তিনি।

এনামুর রহমান বলেন, প্রতিটা স্টেপে প্রস্তুতি নিচ্ছি। করণীয় ঠিক করা হচ্ছে। দূরবর্তী সংকেত পেলে আন্তমন্ত্রণালয় সভা হবে বলেও জানান তিনি। বলেন, এ নিয়ে সবাই অ্যালার্ট আছি। ঘূর্ণিঝড় আসলে আমরা জানমালের ক্ষয়ক্ষতি রোধে কার্যকর আছি।

ঘূর্ণিঝড় প্রতিরোধে ৭ হাজারের ওপরে শেল্টার আছে, প্রয়োজনে স্কুল ও কলেজগুলোকেও শেল্টার করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি আরও বলেন, এর আগে আমপানের সময় ২৪ লাখ লোককে সরিয়ে নেয়া হয়েছিল।

/এডব্লিউ

Exit mobile version