Site icon Jamuna Television

দেশে ফিরলেন হাজী সেলিম

হাজী সেলিম। ফাইল ছবি।

দেশে ফিরেছেন দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সাংসদ হাজী সেলিম। আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজে বাংলাদেশে এসে পৌছেছেন তিনি। এরপর হাজী দেওয়ান মার্কেটে হাজী সেলিম এক বন্ধুর জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।

হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আরও জানানো হয়, চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন হাজী সেলিম। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।

এর আগে, গত ২৫ এপ্রিল হাজী সেলিমের দশ বছরের সাজা ও দশ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখে দেয়া হাইকোর্টের রায়ের নথি পাঠানো হয়েছিল বিচারিক আদালতে। ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান।

প্রসঙ্গত, ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল বিচারিক আদালতের রায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০০৯ সালে সেলিম এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালে হাইকোর্ট তার ১৩ বছরের সাজা বাতিল করে রায় দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুদক। ২০১৫ সালে হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজী সেলিমের আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে শুনানি শেষে তার দশ বছরের সাজা ও দশ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখে রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আরও ৩

/এম ই

Exit mobile version