Site icon Jamuna Television

হাজী সেলিম আইন মেনে বিদেশ গেছেন, আইন মেনে এসেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হাজী সেলিম আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনে তিনি বিদেশ গেছেন। আইন মেনে এসেছেন।

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে হাজী সেলিম ইস্যুতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি আরও বলেন, এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক ছিল। নিরাপত্তা প্রদানকারীরা সজাগ ছিলেন। মানুষ ভালভাবে ঈদ উদযাপনে বাড়ি যেতে পেরেছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি দূর করা গেছে।

সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি রাজনৈতিক দল। নানান কৌশল তাদের থাকবে। বিএনপির কর্মসূচি জনস্বার্থের বিরুদ্ধে। হাজি সেলিম ব্যাংকক গিয়েছিলেন, ফিরেও এসেছেন।

অন্যদিকে, দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান বলেছেন, হাজী সেলিমের মতো দণ্ডিত কেউ যেন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে না পারে, সে বিষয়ে দুদকের লিগ্যাল উইংয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সাংসদ হাজী সেলিম আজ বৃহস্পতিবার (৫ মে) দেশে ফিরেছেন। দুপুর ১২টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজে বাংলাদেশে এসে পৌঁছান তিনি।

আরও পড়ুন: দেশে ফিরলেন হাজী সেলিম

/এম ই

Exit mobile version