Site icon Jamuna Television

কৌতুক পড়ুন, মন খুলে হাসুন

তালহা সাহেব। গায়ে গতরে বড় হলেও মনটা শিশুর মতো চনমনে। অফিসের কাজেও ইদানীং মন বসে না, তাই নানা অজুহাতে ছুটি কাটাচ্ছেন। আজ পেট ব্যাথা, তো কাল মাথা ঘোরায়। আরেকদিন তো নিজের মৃত নানাকেই মেরে ফেলে ছুটি কাটিয়ে আসলেন পাঁচদিন। এতদিন ছুটি কোনো জানতে চাইলে, বসের নিষ্ঠুরতায় আহত তালহা সাহেবের উত্তর, ‘বারে চেহলাম শেষ করে আসতেও তো সময় লাগে! নাকি আসার সময়টুকুও আপনারা দেবেন না?’ এরপর আর কিছু বলা যায়?

তো আজ তালহা সাহেব এসেছেন পাক্কা ৫ দিনের ছুটি চাইতে। শুনেই বস ভ্রু কুঁচকে বললেন, কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।

তালহা সাহেব: বস, এবার সিরিয়াস ইস্যু। আমার বিয়ে।

বস: বিয়ে করবে ভালো কথা। বিয়ের বয়সও তোমার গড়িয়ে চলে গেলো। তো, গতমাসেই এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?

তালহা সাহেবের ঝটিকা উত্তর, আমার কি মাথা খারাপ? বিয়ে করে সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?

Exit mobile version