Site icon Jamuna Television

৩৩ মাস পর নির্বাচনী এলাকায় ওবায়দুল কাদের; ক্রেস্ট পেলেন কাদের মির্জার কাছ থেকে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে গেছেন ৩৩ মাস পর। এ সময় ওবায়দুল কাদেরকে ‘বীর ৭১ সম্মাননা’ ক্রেস্ট প্রদান করেন তার ছোট ভাই ও কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (৫ মে) ওবায়দুল কাদেরের এলাকায় আগমন উপলক্ষে গ্রামের বাড়িতে পারিবারিক ভোজের আয়োজন করেন আবদুল কাদের মির্জা। তাতে কয়েক হাজার মানুষের খাবারের আয়োজন ছিল।

উল্লেখ্য, এক বছরের বেশি সময় ধরে ওবায়দুল কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করে আলোচনায় আসেন আবদুল কাদের মির্জা।

ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকায় গিয়ে বলেন, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। বিএনপি গাধার মতো জল ঘোলা করে নির্বাচনে আসবে।

/এমএন

Exit mobile version