Site icon Jamuna Television

ইলন মাস্কের ব্যাপারে বিল গেটসের সতর্কবার্তা

তথ্য ও মন্তব্যের মডারেশন ঠিকমতো করতে না পারলে টুইটার থেকে আরও বেশি পরিমাণে ভুল তথ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

ওয়াল স্ট্রিট জার্নালের কাছে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানিয়েছেন, ইলন মাস্ক টুইটারকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারেন। তবে সাক্ষাৎকারে মাস্কের টেসলা ও স্পেস এক্সের মতো সফল উদ্যোগের ট্র্যাক রেকর্ডের প্রশংসা করেন বিল গেটস। তিনি বলেন, মাস্ক তার প্রতিযোগীদের চেয়ে বেশি সাহসী ব্যবসায়িক কৌশল অবলম্বন করেন এবং কীভাবে সফল হতে হয়, তা দেখিয়ে দেন।

সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। টুইটার কেনার চুক্তি চূড়ান্ত হওয়ার কয়েকদিন আগে ইলন মাস্ক বিল গেটসকে উপহাস করে একটি টুইট করেন। সে বার্তায় মাস্ক বিল গেটসের বিরুদ্ধে টেসলার শেয়ারকে ‘শর্টিং’ করা বা বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করে প্রতিষ্ঠানের ক্ষতি করার অভিযোগ আনেন।

/এমএন

Exit mobile version