Site icon Jamuna Television

শিমুলিয়া-বাংলাবাজার রুটে বাড়ছে যাত্রীদের চাপ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে শিমুলীয়া-বাংলাবাজার নৌ-রুট হয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়ছে। বিভিন্ন যানবাহনে দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে যাত্রীরা বাংলাবাজার ঘাটে আসছেন।

বাংলাবাজার ঘাট থেকে শিমুলীয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ ও স্পিডবোট ছিল যাত্রীতে পরিপূর্ণ। লোডমার্ক অনুযায়ী লঞ্চগুলো যাত্রী পারাপার করছে। আর স্পিডবোটে যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার করতে দেখা গেছে।

এ রুটে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিএ। অল্প সংখ্যক ফেরি চলাচল করায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহনের লাইন দেখা গেছে। ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বাংলাবাজার-শিমুলীয়া, মাঝিকান্দি নৌ-রুটে আমাদের মোট ১০টি ফেরি চলাচল করছে। নিয়ম মেনে সিরিয়াল অনুযায়ী আমরা গাড়ি পারাপার করছি। এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করছে।

ইউএইচ/

Exit mobile version