Site icon Jamuna Television

ভারতে অস্ত্র ও গোলাবারুদসহ সন্দেহভাজন চার জঙ্গি গ্রেফতার

ভারতে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ সন্দেহভাজন চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) ভোরে পাঞ্জাব রাজ্যের হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় তাদের।

পুলিশের বরাতে এনডিটিভির খবর জানায়, গোপন সূত্রের ভিত্তিতে বাসতারা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার হয় বন্দুক, কার্তুজসহ বিপুল পরিমাণ বিস্ফোরক। পুলিশ বলছে, তারা এসব গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছিল মহারাষ্ট্র ও তেলেঙ্গানা রাজ্যে।

উত্তরাঞ্চলীয় কারনাল শহরে পাকিস্তানি এক জঙ্গির সাথে গ্রেফতারকৃতদের যোগসাজশ রয়েছে বলে দাবি পুলিশের। তারা দেশের বিভিন্ন প্রান্ত অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এডব্লিউ

Exit mobile version