Site icon Jamuna Television

হাসপাতালে মায়ের সেবা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেফতার

প্রতীকী ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অসুস্থ মায়ের সেবা করতে এসে ঈদুল ফিতরের দিন রাতে এলাকার এক বখাটের হাতে বাথরুমে ধর্ষণের শিকার হয় ১৩ বছরের এক কিশোরী।

এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে সিসিটিভি ফুটেজ দেখে মাছুম মিয়া নামের ধর্ষককে বৃহস্পতিবার (৫ মে) রাতে গ্রেফতার করে পুলিশ। ২৫ বছর বয়সী মাছুম মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মায়ের সেবা করতে আসে জেলার করিমগঞ্জ উপজেলার এক কিশোরী। পবিত্র ঈদুল ফিতরের উৎসবের রাত ৯টার দিকে তাকে ধরে নিয়ে মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমে ধর্ষণ করে পালিয়ে যায় মাসুম। এ ঘটনা জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ৪ মে রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ধর্ষক মাসুমকে শনাক্ত করে ৫ মে রাত আটটার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে।

এটিএম/

Exit mobile version