Site icon Jamuna Television

একদিনে নিহত ৬শ ইউক্রেনীয় সেনা, দাবি ক্রেমলিনের

জোরদার রুশ হামলায় একদিনে ইউক্রেনের অন্তত ৬শ সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে মস্কো।

এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (৪ মে) রাত থেকে ইউক্রেনের বিভিন্ন সেনা ঘাঁটিতে গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী। এতে এই হতাহত হয়।

ইউক্রেনজুড়ে বিভিন্ন সেনা ঘাঁটির পাশাপাশি দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কিরোভোরাদের কানাতোভো বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কিছু সামরিক বিমানের পাশাপাশি মিকোলাইভ শহরে গোলাবারুদের একটি বড় গুদাম ধ্বংস হয়েছে।

এসব হামলায় ৩৮টি আর্টিলারি চেকপোস্ট ধ্বংস করা হয় বলেও মস্কোর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়।

/এডব্লিউ

Exit mobile version