Site icon Jamuna Television

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাবা মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাবিনা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মে) দুপুরে জেলার আটোয়ারী উপজেলা বলরাম ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশু সাবিনা একই ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবিনা তার বাবা মায়ের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে ঈদের ছুটিতে বাবা-মায়ের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসে সাবিনা। পরে ঈদের দাওয়াত খেতে একই ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায় সে। আজ দুপুরে নানার বাড়ির পাশের পুকুরে কয়েকজন শিশুসহ গোসল করতে নামলে সে পানির গভীরে চলে যায় এবং পানিতে ডুবে যায়। এ সময় তার পরিবার ও স্থানীয়রা পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুকুরের পানিতে ডুবে সাবিনা নামের ওই শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে ভিডিও ভাইরালের হুমকি দিয়ে ধর্ষণ, গ্রেফতার ২
ইউএইচ/

Exit mobile version