Site icon Jamuna Television

অসাধু ব্যবসায়ীদের সুবিধা বাড়াতে তেলের দাম বৃদ্ধি করেছে সরকার, সিপিবির অভিযোগ

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির সমাবেশ।

সরকার অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দিতে তেলের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (৬ মে) পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে সিপিবি নেতারা বলেন, সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ব্যর্থ, তারা জনগণের সুযোগ সুবিধার কথা চিন্তা করে না। সিপিবির কেন্দ্রীয় নেতারা বলেন, সরকার সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি করে ১৯৮ টাকা করেছেন। এখন খুচরা বাজারের অসাধু ব্যবসায়ীরা সেটি আরও বাড়িয়ে দিবে।

সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তেলের দাম আরও ৪০ টাকা বৃদ্ধি করেছেন তাহলে ক্রেতাদের সাথে আলোচনা করবে কে? ক্রেতাদের কি আয় বেড়েছে? জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে, এ সরকার লুটেরাদের সরকার। তেলের দাম বৃদ্ধি করেছেন, এবার জনগনের আয় ২৫ ভাগ বৃদ্ধি করেন।

ঈদের আগে বাজার থেকে সয়াবিন তেল সরিয়ে ফেলে সেটি মজুদ করে ঈদের পর ব্যবসায়ীরা আবার দাম বৃদ্ধি করে অতি মুনাফালোভী কাজ করেছে বলে অভিযোগ করে সিপিবি।

আরও পড়ুন: খোলা ও বোতলজাত সয়াবিন তেলে লিটার প্রতি ৪০ ও ৩৮ টাকা বেড়েছে

/এম ই

Exit mobile version