Site icon Jamuna Television

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৬ মে) দুপুরে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মইদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০), নিলত পাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) এবং মৃধাপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট আসার পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version