Site icon Jamuna Television

মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মস্কোভা ধ্বংস করে ইউক্রেন: পেন্টাগন

ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংস করে ইউক্রেন। পেন্টাগন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

এর মধ্য দিয়ে মস্কোভা ডুবিতে এই প্রথমবার আলোচনায় আসলো যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়টি। সেই সাথে, রুশ বাহিনীর হামলা থেকে ইউক্রেনকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে, সেই ইঙ্গিতও মিললো। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজটির পরিচয় ও অবস্থান নিশ্চিত করে কিয়েভকে তথ্য দেয় ওয়াশিংটন। এর পরপরই জাহাজটিতে মিসাইল হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, রুশ হামলা থেকে দেশটিকে রক্ষা করতে শুধুমাত্র তথ্য দিয়ে সহায়তা করেছে তারা। তবে, হামলার সিদ্ধান্তে জড়িত নয় মার্কিন কর্তৃপক্ষ।

এ তথ্য প্রকাশের ফলে ইউক্রেনে রুশ হামলার মাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে, গেল ১৪ এপ্রিল ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে যায় কৃষ্ণসাগরে রুশ বহরের নেতৃত্বে থাকা মস্কোভা। এই ঘটনাকে রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: একদিনে নিহত ৬শ ইউক্রেনীয় সেনা, দাবি ক্রেমলিনের

/এম ই

Exit mobile version