Site icon Jamuna Television

পিস্তল হাতে ছবি তোলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী (রাতুল)।

পাবনা প্রতিনিধি:

সম্প্রতি পিস্তল হাতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভাইরাল হয়েছেন সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আবু বক্কার সিদ্দিকী (রাতুল)। স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রাতুল জেলার বিভিন্ন নেতার ছত্রছায়ায় থাকতেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

ক্ষমতাসীন দলের সুজানগর উপজেলার একাধিক নেতার কাছে জানতে চাইলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে থাকা সুবিধাভোগী আবু বক্কার সিদ্দিকী রাতুল এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনতে পারবো বলে আশা করছি। ইতোমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version