Site icon Jamuna Television

যে কারণে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন রুশ ধনকুবেররা

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে মস্কোর ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে বাঁচতে দেশটির ধনকুবেররা আশ্রয় নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে রাশিয়ান ধনকুবেরদের নজিরবিহীন ঢল নেমেছে বলে জানিয়েছেন আমিরাতের ব্যবসায়ী নেতারা। খবর বিবিসির।

শুক্রবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০২২ সালের প্রথম তিন মাসে দুবাইয়ে রুশদের সম্পত্তি কেনার হার বেড়েছে ৬৭ শতাংশ।

বিবিসি জানিয়েছে, পশ্চিমা অনেক দেশ রুশদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করলেও আমিরাত এখনও তাদেরকে ভিসা দিচ্ছে। সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও গত দুই মাসে আনুমানিক কয়েক হাজার রুশ নাগরিক দেশ ছেড়েছে বলে জানা গেছে।

আমিরাতে রুশ ধনকুবেরদের আগমনে দেশজুড়ে চাহিদা বেড়েছে বিলাসবহুল ভিলা ও অ্যাপার্টমেন্টের । দুবাইয়ে হঠাৎ রুশদের বাড়ি কেনা বেড়ে যাওয়ায় দুবাইয়ে দাম বেড়েছে অ্যাপার্টমেন্টের। দুবাই-ভিত্তিক রিয়েল এস্টেট এজেন্সি বেটারহোমসের তথ্যানুযায়ী, ২০২২ সালের প্রথম তিন মাসে দুবাইয়ে রুশদের সম্পদ ক্রয়ের হার বেড়েছে দুই-তৃতীয়াংশ।

দুবাই-ভিত্তিক আরেক রিয়েল এস্টেট সংস্থা মডার্ন লিভিং জানিয়েছে, রুশ ক্রেতা বেড়ে যাওয়ায় বাড়তি চাহিদা মেটাতে তারা রুশভাষী এজেন্ট নিয়োগ করছে। এমনকি, দুবাইয়ে স্থানান্তরিত হতে ইচ্ছুক এমন রুশ নাগরিকদের কাছ থেকে তারা প্রচুর কল পাচ্ছেন বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী হুসেইন আজিমি।

তিনি বলেন, যে রুশ নাগরিকরা আসছেন তারা বিনিয়োগের জন্যই সম্পত্তি কিনছেন এমন নয়, বরং দুবাইকে নিজেদের দ্বিতীয় বাড়ি বানানোরও পরিকল্পনা রয়েছে তাদের বেশিরভাগেরই।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষ ধনীদের একটি প্রধান গন্তব্য এখন দুবাই। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে নিজেদের অর্থনৈতিক-কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে সংযুক্ত আরব আমিরাত। পশ্চিমাদের মতো রাশিয়ার ওপর এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেনি দেশটি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর আমিরাত রাশিয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি। এমনকি রাশিয়ার সমালোচনাও করেনি।

/এসএইচ

Exit mobile version