Site icon Jamuna Television

মিথ্যাচার আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি: তথ্যমন্ত্রী

কক্সবাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে ড. হাছান মাহমুদ।

কক্সবাজার প্রতিনিধি: 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।

শুক্রবার (৬ মে) বিকেলে কক্সবাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় বিএনপি-জামাতের মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য প্রচার বাড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। 

তিনি বলেন, দেশের অভাবনীয় উন্নয়ন হচ্ছে কোনো জাদুর কারণে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণেই দেশের উন্নয়ন হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে হিলডাউন সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা যুবলীগের সভাপতি বাহাদুর আহমে দ সোহেলসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

/এসএইচ 

Exit mobile version