Site icon Jamuna Television

হাভানায় হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণ; নিহতের সংখ্যা বেড়ে ১৮

ছবি: সংগৃহীত

কিউবার হাভানায় পাঁচ তারকা হোটেলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার (৬ মে) সকাল আনুমানিক ১১টার দিকে হোটেল সারাতোগায় এ বিস্ফোরণ ঘটে। গ্যাস লিক থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা হাভানা ফায়ার সার্ভিসের।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। বিস্ফোরণে ধসে পড়ে ঐতিহাসিক সারাতোগা হোটেল ভবনের বাইরের অংশের দেয়াল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পুরো ভবন। এ সময় কেবল হোটেলের কর্মীরাই ভেতরে ছিল।

এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। এক বিবৃতিতে তিনি জানান, এটি বোমা বা কোনো ধরনের হামলা নয়, এটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত দু’বছরে বেশিরভাগ সময়ই বন্ধ ছিল হোটেলটি। মাত্র চারদিন পর আবারও চালুর কথা ছিল এটির। ১৯ শতকের এই হোটেলে পা পড়েছে ম্যারাডোনা, বিয়ন্সেসহ বহু তারকার।
আরও পড়ুন: ‘খেরসনে চিরকাল থাকার পরিকল্পনা করেই এসেছে রাশিয়া’
ইউএইচ/

Exit mobile version