Site icon Jamuna Television

ঈদের ছুটি শেষে ফিরছে নগরবাসী

ঈদের ছুটি শেষে ফিরছে নগরবাসী। শনিবার (৭ মে) ভোরে যথাসময়ে সদরঘাট পৌঁছেছে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো।

রাত সাড়ে ৩টা থেকেই সদরঘাটে দেখা মেলে ঢাকায় ফেরা মানুষের ঢল। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটি শেষ করে ঢাকায় ফিরছেন যাত্রীরা। আগের দিনের তুলনায় আজ বেশি ভিড় দেখা গেছে।

একই সাথে বেশি ভাড়া আদায়ের অভিযোগও ছিল কয়েকটি লঞ্চের বিরুদ্ধে। ঘোষেরহাট থেকে ছেড়ে আসা এমভি সাব্বির-২ লঞ্চে কেবিনে প্রতি যাত্রী থেকে ৮শ’ থেকে ১ হাজার টাকা বেশি আদায়ের প্রমাণ মিলেছে। ভোরে অনেকে যানবাহন না পেয়ে পায়ে হাটা দিলেও সকালের পর যানবাহনের ভিড়ে সদরঘাট, বাংলাবাজার আর বংশাল রোডে তৈরি হয় তীব্র যানজট।

এদিকে, দূর পাল্লার বাসগুলোও এসে থামছে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে। গাবতলীতে ভোর থেকে বিভিন্ন জেলার যাত্রীরা এসে তাদের স্বাভাবিক বাসযাত্রার কথাই বলছেন। তবে ঢাকা ফেরত যাত্রীর চাপ গেল দুইদিনের তুলনায় কিছুটা কম। মহাসড়কে যানজট তেমন একটা না থাকায় বেশ আরামদায়ক ফিরতি ভ্রমণের অভিজ্ঞতা সবার। তবে বাস থেকে নেমে নিজ গন্তব্যে যেতে অতিরিক্ত সিএনজি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। যদিও আনুষঙ্গিক খরচের সাথে সমন্বয় করতেই বাড়তি ভাড়া নিতে হয় বলে জানান সিএনজি চালকরা।

ইউএইচ/

Exit mobile version