Site icon Jamuna Television

টুইটারের আয় বাড়ানোর কথা ভাবছেন ইলন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলা এবং মহাকাশযান উৎপাদনকারী কোম্পানি স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারের বার্ষিক আয় ২০২৮ সালের মধ্যে ২৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চান বলে জানিয়েছেন।

শনিবার (৭ মে) নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিনিয়োগকারীদের সামনে দেয়া এক বক্তৃতায় ইলন মাস্ক জানিয়েছেন, তিনি টুইটারের আয় ২০২৮ সালের মধ্যে ২৬,৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করবেন, যা ২০২১ সালের আয় থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

এ ছাড়া খবর অনুযায়ী, টুইটারের আয়ের জন্য বিজ্ঞাপন নির্ভরতা কমিয়ে আনার কথা জানিয়েছেন এই শীর্ষ ধনী। ২০২৮ সালের ভেতর বিজ্ঞাপন থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলার এবং সাবস্ক্রিপশন থেকে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার আয় করবেও জানান টুইটার মালিক মাস্ক।

এটিএম/

Exit mobile version