Site icon Jamuna Television

ট্রেনে কেউ ফিরছেন, কেউ আবার বাড়ির পথে

ঈদের ছুটি শেষে শনিবারও (৭ মে) ট্রেনে করে রাজধানীতে ফিরছেন মানুষজন। অনেকে আবার বাড়ির পথ ধরেছেন।

এদিন সকাল থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে বাড়ি যাওয়ার মানুষের সংখ্যাই বেশি দেখা গেছে। যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেনি, মূলত তারাই এখন বাড়ির পথে। এদিকে, যারা রাজধানীতে ফিরেছেন ট্রেনযাত্রা নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না।

কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানিয়েছেন, দুইটি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন অনটাইমে আসছে। অনলাইনে টিকিট কাটতে আর সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version