Site icon Jamuna Television

বাজারে সয়াবিন তেলের ঘাটতি প্রকট

সয়াবিন তেল শুন্য বাজার। কোথাও তেল নেই। নতুন দামের তেল এখনও বাজারে ছাড়া হয়নি। এতে ঘাটতি প্রকট হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ঈদের পর নতুন করে সরবরাহ করা হয়নি সয়াবিন তেল।

ব্যবসায়ীরা বলছেন, আগামীকাল রোববার ডিও বা চাহিদাপত্র নিলে, তা পাওয়া যাবে সোমবার। তার আগে পাবার সম্ভাবনা নেই। অর্থাৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই-একদিন সময় লাগবে। ক্রেতারা সয়াবিন তেলের জন্য দোকানে দোকানে ঘুরছেন। কিন্তু পাচ্ছেন না।

সয়াবিনের বিকল্প রাইস ব্রান অয়েল, সানফ্লাওয়ার ও সরিষার তেল কিনতে দেখা যাচ্ছে অনেককে। তবে, বাড়তি দামের কারণে সাধারণ ক্রেতারা কিনতে পারছেন না। বৃহস্পতিবার সয়াবিন ও পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা এবং খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয় ১৮০ টাকা।

/এমএন

Exit mobile version