Site icon Jamuna Television

পুরো বোতল খেয়েও নেশা হয়নি! মদে ভেজাল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মদ্যপ ব্যক্তির

অভিযোগকারী লোকেন্দ্র সোঠিয়া। ছবি: সংগৃহীত।

খাবারে ভেজালের অভিযোগ তো শোনাই যায়। এবার নেশার জিনিসে ভেজালের অভিযোগ তুলে
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সুপার এবং আবগারি দফতরের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, লোকেন্দ্র সোঠিয়া নামে ওই ব্যক্তির অভিযোগ, গত ১২ এপ্রিল ক্ষীর সাগরের একটি দোকান থেকে দেশি মদের চারটি বোতল কিনেছিল সে। বাড়িতে এসে এক বোতল মদ পুরো খেয়ে নেয়ার পরেও নাকি তার নেশা হয়নি। এতে প্রচণ্ড ক্ষেপে যায় লোকেন্দ্র।

লোকেন্দ্র বলেন, ২০ বছর ধরে মদ খাচ্ছি। পুরো বোতল মদ খেয়ে নেওয়ার পরেও কোনও নেশা হয়নি।

তার দাবি, মদের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করছে দোকানদার। প্রমাণ হিসেবে দুই বোতল মদ সে রেখেও দিয়েছে বলে জানিয়েছে লোকেন্দ্র।

লোকেন্দ্র আরও বলেন, যখন বুঝতে পারি যে মদে ভেজাল আছে, ঠিক করে নিয়েছিলাম এ বিষয়ে প্রশাসন এবং আবাগারি দফতরকে জানাব।

এরপরই লোকেন্দ্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, উজ্জয়িনীর পুলিশ সুপার এবং আবগারি দফতরে ওই দোকানদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আবেদন জানান। আবেদনপত্রে তিনি লেখেন, বিক্রেতা প্রীতি জয়সওয়ালের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হোক যাতে আগামী দিনে কেউ এ রকম ধোঁকার শিকার না হয়।

লোকেন্দ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বোতল মদ প্রমাণ হিসেবে রেখে দিয়েছি। সেগুলোর পরীক্ষা করিয়ে সত্যটা সামনে এনে ছাড়ব। এরপর উপভোক্তা ফোরামেও অভিযোগ দায়ের করব।

 


আরও পড়ুন- আত্মীয় কিনা জানি না, নিজেকে সেভ করার জন্য এমন বলতে পারে টিটিই: রেলমন্ত্রী
এনবি/

Exit mobile version