Site icon Jamuna Television

রংপুরে প্রেমিকার শয়নকক্ষে ঢুকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের বদরগঞ্জের কুতুবপুরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে তার শয়নকক্ষে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীকে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে।

মামলার উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, উপজেলার কুতুবপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীর সাথে তার নিজ শয়ন কক্ষে শুক্রবার দিবাগত মধ্যরাতে দেখা করতে যায় প্রেমিক শাহীন মিয়া (২২)। এক পর্যায়ে প্রেমিকাকে ধর্ষণ করে শাহীন।

ওসি আরও জানান, এসময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে পরিবারের লোকজন এলাকাবাসি দৌড়ে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং শাহীনকে আটক করে। শুক্রবার ভোরে শাহীন মিয়াকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসি।

ওসি হাবিবুর রহমান আরও জানান, এ ঘটনায় বদরগঞ্জ থানায় মেয়েটির পিতা মামলা করলে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আর শাহীনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

আরও পড়ুন- জাফলংয়ে প্রবেশ ফি’র টাকা কোথায় যায়?
এনবি/

Exit mobile version