Site icon Jamuna Television

ফেনীর শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত

প্রথমবারের মতো ফেনীর শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ মে) ফেনীর আমেনা সিরাজ কনভেনশন হলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। তাতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মিলন মেলায় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে যেসব শিক্ষক ও শিক্ষার্থী মারা গেছেন তাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। পুনর্মিলনীতে শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ১৯৯৬-২০২১ সাল পর্যন্ত এসএসসি পাশ করা ২৬টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

Exit mobile version