Site icon Jamuna Television

তিন প্রেমিকাকে একই মঞ্চে বিয়ে করলো পঞ্চায়েত প্রধান!

ছবি: সংগৃহীত

এক জনের সঙ্গে সংসার করতে যেখানে অনেকেই হিমশিম খেয়ে যায়, সেখানে তিন তিন জনের সঙ্গে ঘর বাঁধলেন ভারতের প্রাক্তন এক পঞ্চায়েত প্রধান। তিন প্রেমিকাকে পাশে বসিয়ে একই মঞ্চে বিয়েও করলেন তিনি।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রদেশের আলিরাজপুরের বাসিন্দা বিয়াল্লিশ বছর বয়সী সমর্থ মৌর্য। তিনি আবার নানপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ছয় সন্তানের বাবা সমর্থের ১৫ বছর ধরে তিন জনের সঙ্গেই লিভ-ইন সম্পর্ক ছিল। আলাদা আলাদা সময়ে তিন জনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সমর্থের। তিন প্রেমিকারই সন্তান রয়েছে। তিন ছেলে, তিন মেয়ে। বাবা-মায়ের বিয়েতে তারাও অংশ নিয়েছে।

সমর্থ গণমাধ্যমকে জানান, তিন জনের সঙ্গে যখন প্রমের সম্পর্ক গড়ে ওঠে, সেই সময় তার আর্থিক পরিস্থিতি খুব একটা ভাল ছিল না। ফলে বিয়ে করার ইচ্ছা থাকলেও করতে পারেননি। কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেন বিয়ে করার। যেমন ভাবনা, তেমনই কাজ। একই মঞ্চে তিন প্রেমিকাকে বিয়ে করার সামর্থ দেখালেন সমর্থ।

সমর্থের তিন স্ত্রীর নাম নানবাই, মেলা এবং সাকরি। তাদের মধ্যে এক জন স্কুলে পিওনের কাজ করেন। বাকি দু’জন চাষের কাজ এবং সংসার দেখেন।
আরও পড়ুন-প্যাকেট খুলতেই দেখা গেলো পরোটার গায়ে সাপের খোলস!
এনবি/

Exit mobile version