Site icon Jamuna Television

আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান

তৃতীয়বারের মতো লন্ডনের ‘টাওয়ার হ্যামলেটস’ এর মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। শুক্রবার (৬ মে) সন্ধ্যায় তাকে নতুন মেয়র ঘোষণা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। মেয়র হিসেবে এ দফাও জনগণকে সেবাদানের প্রত্যাশা তার। এ নির্বাচনকে ঘিরে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে দিনভর চলে টানটান উত্তেজনা। মেয়র পদের লড়াইয়ে অ্যাসপায়ার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান ও লেবার পার্টির জন বিগসের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।

এই জয়ে উচ্ছ্বসিত টাওয়ার হ্যামলেটের বাংলাদেশি কমিউনিটি। সব সময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নবনির্বাচিত মেয়রের। এর আগে ২০১০ সাল ও ২০১৪ সালে দু’দফা মেয়র নির্বাচিত হন লুৎফর রহমান। তবে, ২০১৫ সালে দুর্নীতি এবং অনিয়মের দায়ে তাকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল নির্বাচনী আদালত।

এরপর দীর্ঘ ৭ বছর পর নানা চড়াই-উতরাই কাটিয়ে আবারও ফিরে আসেন রাজনীতির মাঠে। মেয়র নির্বাচনে জয় ছিনিয়ে নিয়ে প্রমাণ করলেন নিজের জনপ্রিয়তা। নির্বাচনী প্রচারণায় সোচ্চার ছিলেন জনগণের কর, বেকারত্বের হার কমানোসহ ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের মতো ইস্যুগুলোতে।

এ বছর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থীর তুলনায় ৭ হাজার ৩১৭ ভোট বেশি পেয়েছেন তিনি। লুৎফর রফমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট। প্রতিপক্ষ জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।

/এমএন

Exit mobile version