Site icon Jamuna Television

ইউক্রেনে পশ্চিমাদের সামরিক সরঞ্জাম ধ্বংস করার দাবি রাশিয়ার

ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে বলে দাবি রাশিয়ার। শনিবার (৭ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। খবর আল জাজিরা’র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলস্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক সরঞ্জামের একটি বিশাল মজুত ধ্বংস করে দিয়েছে তারা। এর পাশাপাশি এদিন ইউক্রেনের তিনটি গোলাবারুদের গুদামসহ মোট ১৮টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলো মস্কোর বিরুদ্ধে লড়তে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে।

/এমএন

Exit mobile version