Site icon Jamuna Television

এক ইনিংসে ১৭ ছক্কার নতুন রেকর্ড গড়লেন স্টোকস

চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টাশায়ারের বিপক্ষে ১৭টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ডারহামের হয়ে খেলা বেন স্টোকস।

কাউন্টি ক্রিকেটে এক ইনিংসে ১৭ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের নব নিযুক্ত টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টাশায়ারের বিপক্ষে এ রেকর্ড গড়েছেন ডারহামের হয়ে খেলা স্টোকস। এর আগে কাউন্টি ক্রিকেটে ১৬ ছক্কার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস ।

ডারহামের প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৮৮ বলে ১৬১ রান করেন স্টোকস, যেখানে ১৭ ছক্কার সাথে ছিল ৮টি চার । স্টোকস এবং বেডিংহামের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৫৮০ রানের বিশাল সংগ্রহ গড়ে ডারহাম।

/এসএইচ

Exit mobile version