Site icon Jamuna Television

১০ বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে ধরা পুলিশের হাতে

গ্রেফতারকৃত আসামি আব্দুস সাত্তার।

ডাকাতির মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ২০ বছর আত্মগোপনে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না রাজশাহীর তানোরের আব্দুস সাত্তারের। এরই মধ্যে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ মে) তাকে চাঁপাইনবাবগঞ্জের ঘুঘুডিমা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৯ সালের ৯ মার্চ তানোর থানায় ডাকাতির মামলা হয় সাত্তারের বিরুদ্ধে। সেই মামলায় সাজা হলে গা ঢাকা দেন তিনি। সীমান্ত পেরিয়ে পাড়ি জমান ভারতের মুর্শিদাবাদে। সেখানে গিয়ে শ্রমিকের কাজ করতেন। মাঝেমধ্যে মেয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ঘুঘুডিমা এলাকায় আসতেন তিনি। কিন্তু নিজ এলাকায় ফেরেননি ২০ বছর।

শুক্রবার দিবাগত রাতে মেয়ের বাড়িতে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এসজেড/

Exit mobile version