Site icon Jamuna Television

দেশের দুই প্রধান ফেরিঘাটে আজও মানুষের ঢল

ঈদ শেষে আজও কাজে ফেরা মানুষের ঢল নেমেছে মাদারীপুর-বাংলাবাজার ফেরিঘাট ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। রোববার সকাল থেকেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে গতকালের চিত্রই দেখা গেছে।

মাদারীপুর-বাংলাবাজার ফেরিঘাটে সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। যথারীতি মোটরসাইকেলের দীর্ঘ সারি; আছে ব্যক্তিগত গাড়ির চাপও। ফেরির পাশাপাশি লঞ্চেও পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। ফেরি স্বল্পতায় পারাপারে সময় বেশি লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটেও সকাল থেকেই যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দিয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে পুরোদমে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এই জন্য যাত্রীদের চাপ বেড়েছে। পারাপার নির্বিঘ্ন রাখতে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানায় ঘাট সংশ্লিষ্টরা।

ইউএইচ/

Exit mobile version