Site icon Jamuna Television

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর বাড়িতে আগুন, নিহত ৭

আগুনে পুড়ে যাওয়া সেই তরুণীর বাড়ি। ছবি: সংগৃৃহীত।

পাশের বাড়ির এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন সঞ্জয় দীক্ষিত ওরফে শুভম নামের এক তরুণ। প্রতিশোধ নিতে সেই তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি। এতে ওই তরুণী প্রাণে বেঁচে গেলেও বহুতল বিশিষ্ট আবাসিক ভবনের সাতজন বাসিন্দা দগ্ধ হয়ে মারা গেছেন। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বিজয়নগরে। খবর নিউজ ১৮ এর।

জানা গেছে, কিছুদিন আগে সেখানকার এক তরুণীকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় পাশের ফ্ল্যাটের শুভম নামের ওই তরুণ। তবে সে প্রস্তাব সরাসরি নাকচ করে দেন তরুণী। এরপরই তার অন্যত্র বিয়ে ঠিক হলে ক্ষিপ্ত হয়ে তরুণীর ফ্ল্যাটের গ্যারেজে থাকা তার স্কুটারে আগুন লাগিয়ে দেন শুভম। সেই আগুন ছড়িয়ে যায় গোটা ভবনে।

এ ঘটনায় সেই প্রাণ বাঁচিয়ে বের হয়ে আসতে পারলেও সেই ভবনে থাকা ৭ জন আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। অভিযুক্ত শুভমকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এসজেড/

Exit mobile version