Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৬১ জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ৬১ জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসকরা।

রোববার (৮ মে) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশ জেলা পরিষদ ফোরামের আহ্বায়ক মো. মহিউদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসকগণ। সম্প্রতি দেশের ৬১ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

/এমএন

Exit mobile version