Site icon Jamuna Television

সরকার পদত্যাগ না করলে কোনো আলোচনা নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার পদত্যাগ না করলে কোনো আলোচনা হবে না, সেই সঙ্গে বিএনপির নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নই উঠে না।

রোববার (৮ মে) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে এ সময় ফখরুল বলেন, ভয় দেখিয়ে বিরোধী দলকে সরকার রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এই হামলা প্রমাণ করেছে আওয়ামী লীগের চরিত্রের পরিবর্তন হয়নি। বিরোধী মতকে দমন করতে এবং আবারও ক্ষমতা দখল করতে সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে সরকার।

সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা অমানবিক। আওয়ামী সন্ত্রাস প্রতিহত করতে সব রাজনৈতিক দলকে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version