Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

সৌদি বাদশাহ। ছবি: সংগৃহীত।

হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে। কিছু শারীরিক পরীক্ষা নীরিক্ষা চলবে তার। তবে ঠিক কী কারণে বা কোন রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যায়নি। খবর আল আরাবিয়ার।

শনিবার (৭ মে) জেদ্দার রেড সি সিটি হাসপাতালে ভার্তি করা হয় তাকে। রোববার (৮ মে) বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এসপিএ)। সর্বশেষ গত মার্চে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাদশাহ সালমানকে। ওই সময় তার পেসমেকারের ব্যাটারি পরিবর্তন ও কিছু পরীক্ষা নীরিক্ষার করা হয়েছিল তার। এর আগে ৮৬ বছর বয়সী বাদশা সালমান বিন আবদুল আজিজ ২০২০ সালে পিত্তথলির অস্ত্রোপচার করেছিলেন।

বাদশাহ সালমান ইসলামের পবিত্র স্থানগুলোর সংরক্ষণকারী, ক্রাউন প্রিন্স এবং ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দেড় থেকে দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির শাসক হন তিনি।

এসজেড/

Exit mobile version