Site icon Jamuna Television

দশ মা’কে গরবিনী সম্মাননা প্রদান

পেশা ও মেধাগত সাফল্য অর্জনকারী দশ ব্যক্তিত্বের মা’কে সন্মাননা জানিয়েছে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। এই মায়েদের ত্যাগ ও পরিশ্রমের কারণেই জীবনে সফলতা পেয়েছেন বলে জানান তাদের সন্তানরা।

রোববার (৮ মে) সকালে সিরডাপ মিলনায়তনে মা দিবস উপলক্ষে গরবিনী মা সন্মাননা অনুষ্ঠানে দশ জন মা’কে সন্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রী হাছান মাহমুদ বৃদ্ধাশ্রম নির্মাণের বিরোধিতা করে বলেন, নতুন একটি বৃদ্ধাশ্রম মানেই হলো প্রবীণদের সেখানে পাঠানোর ব্যবস্থা। মন্ত্রী সবার উদ্দেশে বলেন, পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব রয়েছে। কারণ, তারা সন্তানকে লালন-পালন করতে কষ্ট করেন। অনুষ্ঠানে সন্তানরা মায়েদের প্রতি ধন্যবাদ জানান। আয়োজনরা জানান, এমন সন্মাননা সন্তান লালনে মায়েদের ত্যাগ ও কষ্টের প্রতি কিছুটা হলেও কৃতজ্ঞতা স্বীকার।

/এমএন

Exit mobile version