Site icon Jamuna Television

সর্বোচ্চবার এভারেস্ট আরোহণের নতুন রেকর্ড

মাউন্ট এভারেস্টের চূড়ায় নেপালের পতাকা হাতে কামি রিতা শেরপা।

সর্বোচ্চবার এভারেস্টে আরোহণের নতুন রেকর্ড গড়েছেন নেপালি শেরপা কামি রিতা। ২৬তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে নিজেরই গড়া ২৫ বার এভারেস্ট আরোহণের রেকর্ড ভেঙেছেন তিনি।

১৯৯৪ সালে ১ম বারের মতো এভারেস্টে আরোহণ করেছিলেন কামি রিতা শেরপা।

রোববার (৮ মে) এভারেস্টের দক্ষিণ-পূর্ব শৈলশিরা দিয়ে ৮ হাজার ৮৪৯ মিটার আরোহণের পর এভারেস্টের চূড়ায় পৌঁছান কামি রিতা শেরপা ও তার নেতৃত্বাধীন আরও ১০ জন শেরপার দলটি। ১৯৫৩ সালে এ পথ ধরেই প্রথমবারের মতো এভারেস্টে আরোহণের করেন স্যার এডমুন্ড হিলারি (নিউজিল্যান্ড) ও শেরপা তেনজিং নোরগে।

রোববার সকালে নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী সাংবাদিকদের বলেন, কামি রিতা পর্বতারোহণে নতুন একটি বিশ্ব রেকর্ড করেছেন।

প্রসঙ্গত, হিমালায়ান ডেটাবেজের তথ্যানুসারে, ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছে মানুষ। অনেকেই একাধিকবার জয় করেছেন এভারেস্ট। আর মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১১ জন পর্বতারোহী। চলতি বছরের মে মাস পর্যন্ত ৩১৬ জন পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দিয়েছে নেপাল সরকার। গত ২০২১ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪০৮ জন এভারেস্টে আরোহনের অনুমতি দিয়েছিল দেশটি।

/এসএইচ

Exit mobile version