Site icon Jamuna Television

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আপিলের শুনানি কাল

গাজীপুর সিটি নির্বাচনের বিষয়ে ইসির পিটিশন না আসায় স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি হয়নি আজ। ইসির আবেদনের প্রেক্ষিতে কাল একসাথে শুনানি হবে। সকাল পৌণে ১০টার দিকে আপিল বিভাগে শুনানি শুরু হলে আদালত এ আদেশ দেন।

এর আগে গতকাল চেম্বার জজ আদালতে সবপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানিতে নির্ধারিত সময়ে নির্বাচন দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তার মতোই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। গত রোববার সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রিট আবেদনের প্রেক্ষিতে গাজীপুর সিটি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।

Exit mobile version