Site icon Jamuna Television

ইউক্রেনের স্কুলে রুশ বাহিনীর গোলাবর্ষণ, নিহত অন্তত ৬০

ইউক্রেনের দোনবাস এলাকায় একটি স্কুলে রুশ বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন। এ তথ্য নিশ্চিত করেছে অঞ্চলটির প্রশাসন কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

শনিবার (৭ মে) বিকেলের দিকে স্কুলটিতে চালানো হয় হামলা। স্কুল ভবনটিতে কয়েকদফা বোমা হামলা চালালে ঘটে এ হতাহতের ঘটনা। ভবনটিতে কমপক্ষে ৯০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। যাদের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর আটকে পড়া বাকি ৬০ জনের মধ্যে মাত্র দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আটকে পড়া বাকি বাসিন্দাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এমএন

Exit mobile version