Site icon Jamuna Television

হংকংয়ের নতুন প্রধান নির্বাহী হলেন কট্টর চীনপন্থী নেতা

হংকংয়ের নতুন প্রধান নির্বাহী নির্বাচিত হলেন কট্টর চীনপন্থী জন লি কা শিউ। রোববার (৮ মে) ফলাফল নিশ্চিত করে নির্বাচন কমিশন।

চীনের শাসনাধীন এলাকাটির ভোটাভুটিতে সাবেক এই নিরাপত্তা প্রধান পান ৩৫ শতাংশ সমর্থন। তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। অবশ্য হংকংয়ে শুধু জনতার ভোট মুখ্য নয়। বরং একগুচ্ছ চীনপন্থী কর্মকর্তার সিদ্ধান্তে ঠিক করা হয় নেতা কে হবেন।

একই পদ্ধতিতে এবার ক্যারি লামের স্থলাভিষিক্ত হলেন ৬৪ বছরের জন লি। তিনি ১৯৭৭ সালে পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে শুরু করেন কর্মজীবন। অপরাধী কর্মকাণ্ড নির্মূলে ছিলেন খড়গহস্ত। তাকে ক্ষমতায় বসানোর মাধ্যমে চীনের জন্য হংকংয়ে কঠোর বিধিনিষেধ আরোপ আরও সহজ হবে।

/এডব্লিউ

Exit mobile version