Site icon Jamuna Television

দিনে প্রায় ৪ হাজার করোনা সংক্রমণ চীনে

গেলো ২৪ ঘণ্টায় চীনের মূল ভূখণ্ডে সাড়ে ৪ হাজারের কাছাকাছি করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার (৮ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য।

করোনা শনাক্তের শীর্ষে রয়েছে টেক সিটি সাংহাই। শহরটিতে শনিবারও প্রাণ হারিয়েছেন ৮ জন। পরের অবস্থানেই রাজধানী বেইজিং। শহরগুলোতে নজরদারিতে রয়েছেন ৫৬ হাজারের কাছাকাছি বাসিন্দা।

স্বাস্থ্যবিদরা বলছেন, বেশিরভাগই স্থানীয়ভাবে ঘটাচ্ছে বিস্তার। রোগীদের মাঝে করোনার ততোটা জোরালো উপসর্গ নেই। তবুও সাংহাইয়ের ২৫ মিলিয়ন বাসিন্দা রয়েছেন লকডাউনে। রাজধানী বেইজিংয়েও চলছে গণ-নমুনা পরীক্ষা। বন্ধ হোটেল-রেস্তোঁরায় বসে খাবার গ্রহণ। স্থগিত ৬০টি সাবওয়ে স্টেশনের কার্যক্রম।

/এডব্লিউ

Exit mobile version