বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে চার যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় মামলাটি করেন নিহত সাহাবুলের বাবা। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
এদিকে এ ঘটনা তদন্তে জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জের ডাবইর পাথার থেকে চার যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

